ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০০০ মণ আম ও ৪০ মণ খেজুর ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
১০০০ মণ আম ও ৪০ মণ খেজুর ধ্বংস ধ্বংস করা আম/ছবি: বাংলানিউজ

ঢাকা: গাছ থেকে আম সংগ্রহের সময় হয়নি এখনও। কিন্তু রমজান মাসে বাড়তি লাভের আশায় অপেক্ষা করতে পারেননি কিছু ব্যবসায়ী। বাগানের অপরিপক্ব আম সংগ্রহ করে রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করছেন তারা।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ফলের আড়তে অভিযান চালিয়ে এমন ১ হাজার মণ আম জব্দ করেছেন র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। সেসব আম ধ্বংস করার পাশাপাশি ৯ বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ মে) দিনভর চালানো এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, দেশের বেশিরভাগ আমের যোগান আসে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা থেকে। এসব এলাকা থেকে আম সংগ্রহের জন্য স্থানীয় জেলা প্রশাসন নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারিখের তোয়াক্কা না করে কাঁচা আম সংগ্রহ করে বিষাক্ত রাসায়নিক ইথোফেন স্প্রে দিয়ে আমগুলো পাকাচ্ছিলেন।

এসব আম বাজারজাত করার দায়ে ৯ ব্যবসায়ীকে কারাদণ্ড ও ১ হাজার মণ আম ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

রাসায়নিক মুক্ত আম কিনতে আরও প্রায় ১০ দিন অপেক্ষা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান সারওয়ার আলম।

একই সময় মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর বিক্রির অপরাধে প্রায় ৪০ মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়।

** ইথোফেন স্প্রে দিয়ে কাঁচা আম হলুদ!

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।