ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে আঙ্গুর খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৮
চিরিরবন্দরে আঙ্গুর খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ আঙ্গুর খেয়ে অসুস্থদের একজন, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে আঙ্গুর ফল খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মে) চিরিরবন্দরের ফলিমারীডাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে দুবাই প্রবাসী আবু সায়েমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থদের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

অসুস্থ্যরা হলেন- ফলিমারীডাঙ্গা গ্রামের আব্দুস সালাম (৭০), তার স্ত্রী হাসনা বেগম (৬০), মেয়ে সালেহা বেগম (৩০), শারমিন আকতার (১৮) ও শিশু নয়ন বাবু (৪)।

স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী আবু সায়েমের বাড়িতে দগড়বাড়ী গ্রামের এক আত্মীয় কিছু আঙ্গুরসহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে বেড়াতে আসেন। তাদের আনা আঙ্গুর খেয়ে আবু সায়েমের পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক বাংলানিউজকে জানান, ফলগুলো জীবানুযুক্ত থাকতে পারে। পরীক্ষা না করে এ বিষয়ে কিছু বলা যাবে না। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।