ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ী সীমান্তে ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ১৭, ২০১৮
অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ী সীমান্তে ২ যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি দুই যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক যুবকরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার জুম্মাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল হাকীম (২৯) ও একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ইমন আলী (২৮)।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ মে) দিনগত রাতে উপজেলার নাওডাঙ্গা সীমানার (আন্তর্জাতিক সীমানা পিলা-৯৩০) পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় (নো-ম্যানস ল্যান্ড) দু’টি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, দুপুরে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।