ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
বান্দরবানে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে র‌্যালি বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৮ উদযাপন

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে জেলা পর্যায়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।

 

ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় র‌্যালিটির আয়োজন করে জেলা প্রশাসন।  

এতে অংশ নেন- জেলা প্রশাসন মো. আসলাম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের (কেএসআই) পরিচালক মংনুচিং মারমা প্রমুখ।  

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আসলাম হোসেনের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad