ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

টাঙ্গাইল: দীর্ঘ ১৯ বছর পর টাঙ্গাইলে গৃহবধূ ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।

এরা প্রত্যেককেই টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি নাসিমুল আক্তার বাংলানিউজকে জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামে এক গৃহবধূকে ঘরে ঢুকে গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া ঘরে ঢুকে ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল আদালতে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর বৃহস্পতিবার দুপুরে আদালতে এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডিত তিনজনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।