ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
রাজশাহীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

রাজশাহী: রাজশাহীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবুল হাসান ওরফে হাসান নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ১৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) ভোরে মহানগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী আবুল হাসানের বাড়ি নগরের কর্ণহার থানার সোনাইকান্দি এলাকায়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন র‍্যাব-৫ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম।

লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম জানান, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল নবগঙ্গা এলাকার পদ্মার পাঁচ নম্বর বাঁধ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বস্তায় করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও আবুল হাসানকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে আবুল হাসানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, মে ১৭, ২০১৮/আপডেট: ১০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ