[x]
[x]
ঢাকা, রবিবার, ৩১ আষাঢ় ১৪২৫, ১৫ জুলাই ২০১৮

bangla news

বিনামূল্যের বই বিক্রির দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৬ ৯:৫১:১০ পিএম
গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত

গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত

ঢাকা: বিনামূল্যে বিতরণযোগ্য সরকারি বই বিক্রির দায়ে রাজধানীর খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সারওয়ার আলম জানান, স্কুলের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ইস্যুকৃত বইগুলো বিনামূল্যে বিতরণের কথা। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক বিনামূল্যের বইগুলো শিক্ষার্থীদের কাছে বিক্রি করছিলেন। এ অপরাধে প্রধান শিক্ষককে তিন মাসের কারদণ্ড দেওয়া হয়েছে।

স্কুল থেকে দশ হাজার সরকারি বই জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa