ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে বিউটি পার্লারসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৮
হবিগঞ্জে বিউটি পার্লারসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের বিভিন্ন বিউটি পার্লারে যৌথ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দের পাশাপাশি ৭ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এক যৌথ অভিযানে এ জরিমানা আদায় কারা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবহারের অপরাধে শহরের অনামিকা বিউটি পার্লারকে ১০ হাজার টাকা, গ্লামার বিউটি পার্লারকে ৮ হাজার টাকা, মর্ডান বিউটি পার্লার ৩ হাজার টাকা এবং সুমাইয়া বিউটি পার্লারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া রমজান মাসকে সামনে রেখে শায়েস্তানগর এলাকায় ওজনে কারচুপির দায়ে নিউ খাজা রেস্টুরেন্টকে ২ হাজার, মূল্য তালিকা না থাকায় জাহিদ মিয়া স্টোরকে ৩ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মধুকানন রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও নির্বাহী মেজিস্ট্রেট জান্নাত আরা লিসার যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।