ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মণিরামপুরে ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
মণিরামপুরে ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

যশোর: যশোর জেলার মণিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম ১১ হাজার ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গাজী আব্দুস সাত্তার পেয়েছেন ১ হাজার ৩১৫ ভোট।  

এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক চশমা প্রতীকে ১ হাজার ১২৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী তৈয়বুর রহমান হাত পাখা প্রতীকে ১৯০ ভোট এবং জাতীয় পার্টির শাহাদাৎ হোসেন লাঙ্গল প্রতীকে মাত্র ৪৬ ভোট পেয়েছেন।

 

মঙ্গলবার (১৫ মে) রাত ১১ টার দিকে উপজেলা রিটার্নিং অফিসার মো. সহিদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৭৭১জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ২৪৬ এবং নারী ভোটার ৯ হাজার ৫২৫জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা  পর্যন্ত ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।  

ভোট গনণা শেষে ফলাফলে নৗকা প্রতীকে মো. জহুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৮
ইউজি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।