ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপনে রাজশাহীতে আতশবাজি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৮
স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপনে রাজশাহীতে আতশবাজি  রাজশাহীতে আতশবাজি। ছবি: বাংলানিউজ

রাজশাহী: মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উদযাপন উপলক্ষে আতশবাজি উৎসব করেছে রাজশাহীবাসী। 

মঙ্গলবার (১৫ মে) রাত আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশে বাংলাদেশের নাম লেখানোর ইতিহাস উদযাপনে দেশব্যাপী একযোগে এ জয়োৎসব করা হয়।

রাত আটটায় শুরু হওয়া এই আতবাজি উৎসব বিরতিহীনভাবে সাড়ে ৮টা পর্যন্ত চলে। এসময় আশপাশের এলাকা আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। রাজশাহীতে আতশবাজি অনুষ্ঠানে অতিথিরা।  ছবি: বাংলানিউজ

কলেজ মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় দেখা যায়। আতশবাজি শেষে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীতে একটি আনন্দ মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খারুজ্জামান লিটন, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সমাজসেবী শাহীনা আক্তার রেনী, সংরক্ষিত মহিলা আসনের এমপি আক্তার জাহান প্রমুখ ।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এসএস/এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad