ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আসুন অক্ষমদের পাশে দাঁড়াই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আসুন অক্ষমদের পাশে দাঁড়াই রেলমন্ত্রী মুজিবুল হক (ফাইল ছবি)।

ঢাকা: পৃথিবীতে কিছু মানুষ আছেন অক্ষম, আবার কিছু সক্ষম। আসুন মানবিকতা দিয়ে অক্ষম মানুষের পাশে দাঁড়াই।

মঙ্গলবার (১৫ মে) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘ডিসঅ্যাবিলিটি অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে রেলমন্ত্রী মুজিবুল হক এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যেকোনো ডিজাস্টারে অক্ষম মানুষ মহাবিপদে পড়েন।

নিজের মানবিকতা দিয়ে এসব মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ সকল অঙ্গ, সকল মানুষকে দেননি। আমার যেমন হাত আছে, কারোর হয়তো হাত নেই। কারও পা আছে, কারোর নেই। এসব অক্ষম মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, অক্ষম মানুষ আমাদের সম্পদ। এদের সকল ক্ষেত্রে কাজে লাগাতে হবে। এসব মানুষকে ফেলে দেশের উন্নয়ন সম্ভব না।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অক্ষম মানুষের দায়িত্ব নিয়েছেন।

সেমিনারে জানানো হয়, ২০১৮ সালে পৃথিবীতে মোট জনসংখ্যা ৭ দশমিক ৬ বিলিয়ন। এর মধ্যে এক বিলিয়ন বা ১০০ কোটি মানুষ প্রতিবন্ধী। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ প্রতিবন্ধী। ফলে দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠী প্রায় ১ কোটি ৬০ লাখ।

সেমিনারের দ্বিতীয় দিনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ডিন ড. এএসএম মাকসুদ কামাল, লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির গবেষক স্বপ্না বিস্তা, বিআইডিএস’র সিনিয়র ফেলো আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।