ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ১৫, ২০১৮
ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য সোলার প্যানেল বিতরণ করছেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু

রাঙামাটি: সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই হলো বর্তমান সরকারের লক্ষ্য। আর এ লক্ষ্যে পৌঁছাতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

পাহাড়-নদীরচর, দুর্গমাঞ্চলসহ সব স্থানে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে নানা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ মে) দুপুর ১টার দিকে রাঙামাটি সদর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সোলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আকারের সভাপতিত্বে রাঙামাটি জোন কমান্ডার কর্নেল রিদওয়ানুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন কাবিটা, টিআর কর্মসূচির ১ম পর্যায়ে রাঙামাটি সদর উপজেলার উপকারভোগী ৫১ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সোলার প্যানেল দেওয়া হয় বলে উপজেলা পরিষদ সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।