ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খুললো ফতেহপুর রেলওয়ে ওভারপাসের একাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
খুললো ফতেহপুর রেলওয়ে ওভারপাসের একাংশ ওভারপাসটি খুলে দেওয়ার পর যান চলাচল শুরু হয়/ছবি- ডালিম

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে অবশেষে খুলে দেওয়া হলো ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের একাংশ। এর ফলে মহাসড়কটি ব্যবহারকারীদের ভোগান্তি কমবে। ত্বরান্বিত হবে বাণিজ্য।

মঙ্গলবার (১৫ মে) দুপুর ১টা ৫০ মিনিটে ওভারপাসের একাংশ খুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নির্মাণ প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান কবির আহমদ প্রমুখ।

এর আগে মঙ্গলবার বিকেলের মধ্যে নির্মাণাধীন এ ওভারপাসের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।