ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
ফেনীতে ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ফেনী: ফেনী শহরে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৪ মে) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জাকারিয়া ও মোখলেছুর রহমান।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বিকেলে শহরের ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে আল-আহাদ চক্ষু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, কোনো প্রাতিষ্ঠানিক সনদ না থাকা সত্ত্বেও নামের পাশে চিকিৎসক লাগিয়ে রোগী দেখছিলেন হাসপাতালের মালিক আবুল হাসনাত জাকারিয়া। এজন্য তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে শহরের মিজান রোডের জুম্মা শপিং সেন্টারের তৃতীয় তলায় ডেন্টিস্ট পরিচয়ে রোগী দেখার সময় মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে তাকেও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রুবাইয়াৎ বিন করিম, স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad