ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন পরিবার খুঁজে পেলো ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ১৩, ২০১৮
নতুন পরিবার খুঁজে পেলো ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ময়লার স্তূপের থেকে উদ্ধার হওয়া নবজাতকটি দত্তক পেলেন এক দম্পতি।

রোববার (১৩ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নবজাতকটিকে নতুন পরিবারের হাতে তুলে দেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে  এম নাসির উদ্দিন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান,একটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার চিকিৎসক স্ত্রী আদালত থেকে দত্তকের আদেশ নিয়ে এসেছিলেন।

পরে ঢামেক কর্তৃপক্ষ, চিকিৎসক ও পুলিশের উপস্থিতিতে ওই দম্পতির কাছে বুঝিয়ে দেওয়া হয় নবজাতকটি।

তিনি আরও জানান, দত্তক পাওয়া পরিবারটি তাদের পরিচয় গণমাধ্যমে  প্রকাশ করতে ইচ্ছুক নয়।

গত শনিবার (১২ মে) ভোরে মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের লোকজন ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। পুলিশে খবর দিলে তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

শিশুটির চিকিৎসার জন্য প্রথমে মোহাম্মদপুরে আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
মোহাম্মদপুরে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।