ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ১৩, ২০১৮
লক্ষ্মীপুরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক আটক ইউপি চেয়ারম্যান। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করেছে র‌্যাব-১১।

রোববার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সদরের জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মোশারফ হোসেন মুশু সদর উপজেলার ১৫ নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

র‌্যাব জানায়, অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়। তিনি দেড় বছর ধরে ইয়াবা সেবন করেন বলে স্বীকার করেছেন।  

পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এখন তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময় : ০১১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ