ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আসন্ন রমজানকে সামনে রেখে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৮
আসন্ন রমজানকে সামনে রেখে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জ: মাহে রমজানকে সামনে রেখে গোপালগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য পরিস্থিতি ও মূল্য বৃদ্ধির কারসাজি রোধকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ-আল বাকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন তরুন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন।  

সভায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করার আহ্বান জানিয়ে জেলার বিভিন্ন বাজার মনিটরিং করার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তরা।  

সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫০০, মে ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।