ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাহাড়ের উন্নয়নে নৌকায় ভোট দেয়ার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ১২, ২০১৮
পাহাড়ের উন্নয়নে নৌকায় ভোট দেয়ার আহ্বান বক্তব্য রাখছেন বাহাদূর ঊশৈসিং এমপি

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

শনিবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের একমাত্র শর্ত হচ্ছে আগামী সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে নিয়ে আসতে হবে।

একজন যোগ্য ব্যক্তির নেতৃত্বে পুরো পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে গেস্ট অব অর্নারের বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিহার কমিটির সভাপতি জয়সু মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।