ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তালায় রাসায়নিকে পাকানো ১শ’ মণ আম বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ১২, ২০১৮
তালায় রাসায়নিকে পাকানো ১শ’ মণ আম বিনষ্ট বিনষ্ট করা আম

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় হরমোন দিয়ে পাকানো ১শ’ মণ আম বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ মে) দুপুরে তালা থানা চত্বরে এসব আম বিনষ্ট করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রাম থেকে এসব আম জব্দ করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে নাংলা গ্রাম থেকে হরমোন দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির আম জব্দ করা হয়। আমগুলো ট্রাক ভর্তি করে রাজধানীর ওয়াইজঘাটের ফল বাজারে পাঠানো হচ্ছিল। পরে ট্রাক থেকে উদ্ধার হওয়া ১৬৩টি ক্যারেট ভর্তি প্রায় ১শ’ মণ আম কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।