ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে ২ ভুয়া সাংবাদিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ১২, ২০১৮
কক্সবাজারে ২ ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজার: কক্সবাজার শহরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পরিচয়দানকারী দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ মে) দুপুর ১টায় কক্সবাজার পৌরসভার প্রধান সড়কের হলিডের মোড়ের কুরিয়ার ও পার্শ্বেল সার্ভিস অফিস এসএ পরিবহন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের তারাবনিয়ারছড়া এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোহাম্মদ আবছার ও টেকনাফ ডেইলপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আজিজ।

এসএ পরিবহন ও কুরিয়ার সার্ভিসের কক্সবাজার জোনাল ম্যানেজার আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে দুই যুবক এসে নিজেদের এসএ টিভির সাংবাদিক বলে পরিচয় দেয়। কিন্তু তারা তাদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। বিষয়টি এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমনকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্যামেরা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
টিটি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।