ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড়ে শান্তি ফেরাতে ঐক্যের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ১২, ২০১৮
পাহাড়ে শান্তি ফেরাতে ঐক্যের আহ্বান সম্মেলনে বক্তারা

খাগড়াছড়ি: পাহাড়ে সংঘাতসহ সব ধরনের নৈরাজ্য বন্ধ করে শান্তি ফেরাতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ মে) সকালে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত হেডম্যান-কারবারী সম্প্রীতি সম্মেলনে বক্তারা এই আহ্বান জানান।  

পাহাড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মেদ খান, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ কৃত্তি চাকমা, কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, টিকু তালুকদার, সমাপ্তি দেওয়ান প্রমুখ।
 
সম্মেলনে বক্তারা বলেন, সশস্ত্র সংঘাত পার্বত্য অঞ্চলকে অন্য জেলার তুলনায় পিছিয়ে দিচ্ছে। বাধগ্রস্ত হচ্ছে উন্নয়ন। পাহাড়ে শান্তি ফেরাতে হলে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১২ মে, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad