ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই  ছাত্রলীগের কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাংলানিউজ

ঢাকা: শুক্রবার (১০ মে) রাতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ না হওয়ায় মন খারাপ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট অবশ্যই মহাকাশে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। 

শুক্রবার (১১ মে) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘মাত্র ৪৬ সেকেন্ডের জন্য আমাদের স্যাটেলাইট উড়তে পারলো না।

তবে এটা খুবই স্বাভাবিক ঘটনা। এতে কেউ মন খারাপ করবেন না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা এটা অবশ্যই পেয়ে যাবো। ’
 
‘গতকাল (শুক্রবার) বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল। সকলের মনে আশা ছিল, যে কাল রাতেই এটা উৎক্ষেপণ হবে। আপনারা জানেন এটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। সম্পূর্ণটাই কম্পিউটারাইজড। যখন রাতে শুরু হলো, জয়সহ (সজীব ওয়াজেদ জয়) আমাদের অনেকে সেখানে উপস্থিত। আমি তাদের বলেছিলান, আমাকে ফোন করবা। তারা আমাকে ফোন করে বলেছিল, ১৫-২০ মিনিট পরে এটা হবে। ঠিক ১৫ মিনিট পর যখন শুরু হবে তখন আর হলো না। ’

আরও পড়ুন>>
** 
বাঙালির প্রতিটি অর্জনে অবদান রয়েছে ছাত্রলীগের

শেখ হাসিনা বলেন, এটা অরবিটে (কক্ষপথে) পৌঁছাতে সময় লাগে। এটা লিঙ্ক করতে হয়। এই লিঙ্কটা হতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগে। এটা নিয়ে কারো দুশ্চিন্তার কিছু নাই। ইনশাল্লাহ স্যাটেলাইট অবশ্যই উৎক্ষেপণ হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আকাশে যাবে।  

‘আমরা যে আকাশও জয় করেছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি অন্তত এটুকু বলবো, কেউ যেন আবার মন খারাপ না করে। মন খারাপ আমারও হয়েছিল, মাত্র ৪৬ সেকেন্ডের জন্য আমাদের স্যাটেলাইট উড়তে পারলো না। তবে এটা খুবই স্বাভাবিক ঘটনা। ’

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ১১, ২০১৮ 
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।