ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ৯ মাদকসেবীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, মে ১১, ২০১৮
লক্ষ্মীপুরে ৯ মাদকসেবীর জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে নয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) রাতে শহরের উত্তর তেমুহনী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সেলিম, কাউছার, আলম, মানিক, প্রদীপ, আবদুর রহমান, আবুল কালাম, ছৌগির উদ্দিন ও কিশোর কুমার।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে নয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান বাংলানিউজকে বলেন, ৭ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মদ বিক্রেতা কিশোরকে ১০ হাজার টাকা ও এক সেবনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানান খবিরুল।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ১১, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।