ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে জনপ্রতিনিধিসহ জেএসএস নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ৯, ২০১৮
বাঘাইছড়িতে জনপ্রতিনিধিসহ জেএসএস নেতা আটক

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জেএসএস সন্তু গ্রুপের সভাপতিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৯ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের (পিসিজেএসএস) সভাপতি প্রভাত কুমার চাকমা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে নেলসন চাকমা ও প্রভাত কুমার চাকমাকে আটক করা হয়। তারা থানা হেফাজতে রয়েছে। বর্তমানে পাহাড়ের অভ্যন্তরীণ বিশেষ পরিস্থিতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।