ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে সাত মাদকসেবীর দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ৬, ২০১৮
টেকনাফে সাত মাদকসেবীর দণ্ড দণ্ডপ্রাপ্ত সাত মাদকসেবী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সাত মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৫ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ মে) সন্ধ্যায় টেকনাফের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এ দণ্ডদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের কলেজ পাড়ার হাবিবুর রহমানের ছেলে আবুল কালাম (৫০), মো. কাশিমের ছেলে নুরুল আমিন (৪০),  গোরামিয়ার ছেলে মোর্শেদ আলম (২৫), কাটাবুনিয়ার আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ উল্লাহ (১৯) এবং গোদারবিলের মো. গনি মিয়ার ছেলে মো. হোসেন (৩৫) ।

তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ওলিয়াবাদের মৃত আবদুল গনির ছেলে মো. আজম (৫০) ও নুরুল হকের ছেলে আবদুর রহমানের (২৮) কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই টেকনাফের বাসিন্দা।

এর আগে টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কারাদণ্ড প্রাপ্তদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘন্টা, মে ০৬, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।