ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে গণধর্ষণের ঘটনায় আটক ৩ যুবক আদালতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ৫, ২০১৮
সাভারে গণধর্ষণের ঘটনায় আটক ৩ যুবক আদালতে আটক তিনজনকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় আটক ৩ যুবককে ভোক্তভোগী ওই নারীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এরা হলেন- সাভার নামা গেন্ডার সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ, একই এলাকার আ. মালেকের ছেলে বারেক ও পটুয়াখালীর মোশারফ হোসেনের ছেলে মামুন।

শনিবার (৫ মে) দুপুরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বাংলানিউজকে বলেন, ওই নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন এমন লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৪ মে) রাতে অভিযান চালিয়ে তিন বখাটে যুবককে আটক করা হয়। পরে শনিবার দুপুরে ৭দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই ইবনে ফরহাদ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad