ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপকূল রক্ষায় আলাদা মন্ত্রণালয় দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
উপকূল রক্ষায় আলাদা মন্ত্রণালয় দাবি  স্মরণে সভা

কক্সবাজার: দুর্যোগ ও জলবায়ু সহনীয় অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দিয়ে উপকূল বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন কক্সবাজার উপকূলের বাসিন্দারা।

রোববার (২৯ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভয়াল ২৯ এপ্রিল স্মরণে সভা থেকে বক্তারা এই দাবি জানান।

বক্তারা বলেন, উপকূলবাসী আজও ভুলতে পারেনি সেই রাতের দুঃসহ স্মৃতি।

প্রলয়ংকরী এই ধ্বংসযজ্ঞের ২৭ বছর পার হতে চলেছে। এখনো স্বজন হারাদের আর্তনাদ থামেনি, বরং বাড়ছে আতঙ্ক। ঘরবাড়ি হারা অনেকে এখনো মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারেনি।  

প্রলংয়করী সেই ঘূর্ণিঝড়ের পর সিডর, আইলা, মহাসেন, রোয়ানু, নাডা ও কোমেন নামক সাইক্লোন একের পর এক আঘাত হেনেছে উপকূলে। দিশেহারা উপকূলের জনগণ, আতংকে দিন কাটে তাদের। স্থানীয় জনগণ নিজেদের সক্ষমতা দিয়ে এসব মোকাবেলা করছে।  

ভয়াবহ ঘূর্ণিঝড়ের ২৭ বছর অতিবাহিত হলেও উপকূলীয় মানুষের সুরক্ষায় কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান বক্তারা।
 
এতে বক্তব্য রাখেন মহেশখালীর কালারমারছড়া ইউপির সাবেক চেয়ারম্যান কবি রুহুল কাদের বাবুল, কক্সবাজার সদরের খুরুশকুল ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রহিম মাস্টার, অ্যাডভোকেট এসএম ইব্রাহিম খলীল, মাস্টার শফিউল্লাহ কুতুবী, অধিকার বাংলাদেশের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট আবু মূসা মোহাম্মদ, সাংবাদিক  ইমাম খাইর, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের মুখপত্র আবদুল আলীম নোবেল, হুমায়ুন সিকদার, ওমর ফারুক দিনার, মাওলানা সাইদুল হক ও অ্যাডভোকেট সাইফুদ্দিন প্রমুখ।  

সভায় কুতুবদিয়া সমিতি, কুতুবদিয়া ছাত্র পরিষদ, ২৯ এপ্রিল স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থেকে সংহতি জানান।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
টিটি/জিপি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad