ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় ৭ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
দামুড়হুদায় ৭ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক আটক শাহীন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে সাতটি স্বর্ণের বারসহ শাহীন হোসেন (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহীন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মৃত আমির উদ্দীনের ছেলে।

 

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে-এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কাঁঠালতলা এলাকায় অবস্থান নেয় চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল। এসময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা নিউ মডার্ন নামে একটি বাসে  তল্লাশি চালিয়ে বাসযাত্রী শাহীনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।  

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর লুৎফুল কবীর ঘটনাস্থল থেকে জানান, সাতটি বারের ওজন প্রায় ৭০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।