ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ইয়াবাসহ এএসআই আটকের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
কুমিল্লায় ইয়াবাসহ এএসআই আটকের ঘটনায় মামলা কুমিল্লায় ইয়াবাসহ এএসআই আটকের ঘটনায় মামলা

কুমিল্লা: রাঙামাটি জেলা ডিবি পুলিশের এএসআই নাছির উদ্দিন ও তার সহযোগী কাউসারকে চার হাজার ইয়াবাসহ আটকের ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মামলাটি দায়ের করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।  

নাছির উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার দোতলা গ্রামের নূরু ড্রাইভারের ছেলে।

সে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।  

মামলায় নাছির ছাড়া আরও চারজনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রতাপপুর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে কাউসার, রাজেশপুর গ্রামের জঞ্জুর আলীর ছেলে সহিদুল ইসলাম রিপন, কোতয়ালী থানার হাউজিং স্টেটের  ইসহাক মিয়ার
ছেলে নূর নবী। অন্যজনের পরিচয় পুলিশ জানাতে পারেনি।  

নাছিরের স্বীকারোক্তির পর কুমিল্লা জেলা ডিবি পুলিশ এবং চান্দিনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রিপন ও নূর নবীকে ৭০টি ইয়াবাসহ আটক করে।  

চান্দিনা থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় অভিযানে ৪ হাজার ইয়াবাসহ নাছির উদ্দিন ও কাউসারকে আটক করে ডিবি পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এসই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।