ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ইউপিডিএফ প্রধানের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
রাঙামাটিতে ইউপিডিএফ প্রধানের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে ইউপিডিএফ প্রধানের বিরুদ্ধে মামলা

রাঙামাটি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটি জেলার নেতা প্রসিত বিকাশ খীসাসহ ৩১ জনের নামে মামলা হয়েছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এডিশন চাকমা নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তারা ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮-১০ জনকে।

মামলার বিবরণে প্রকাশ, চলতি বছরের ১১ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কারের (এমএন লারমা গ্রুপ) নেতা কালোময় চাকমা নানিয়ারচর বাজার থেকে ইঞ্জিনচালিত বোটে বাড়ি ফিরছিলেন।

এ সময় প্রসীত বিকাশের নেতৃত্বে ৩০-৪০ জনের সশস্ত্র গ্রুপ কালোময় দেওয়ানকে চোখ বেঁধে নিয়ে যায়। পরেরদিন তার মরদেহ পাওয়া য়ায় একই উপজেলার বাকছড়ি শ্মশানখোলায়।  

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, কালোময় দেওয়ানের লাশ দ্রুত দাহ করার করার জন্য তার স্বজন এবং স্থানীয়দের চাপ প্রয়োগ করেন উল্লেখিত আসামিরা।  

ন্যায়বিচার পাওয়ার জন্য বিবেকের তাড়নায় এ মামলা করেছেন বলে জানান এডিশন চাকমা।  

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘন্টা, ২৭ এপ্রিল, ২০১৮
এসই/এমএইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad