ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাবাকে হত্যার পর ছেলে পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
গাজীপুরে বাবাকে হত্যার পর ছেলে পলাতক গাজীপুরে বাবাকে হত্যার পর ছেলে পলাতক

গাজীপুর: ভবন নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে আছড়ে হত্যার পর পালিয়ে গেছে ছেলে ছমির উদ্দিন (২৮)।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম গিয়াস উদ্দিন।

বয়স ৭০ বছর।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাছেদ মিয়া আরও জানান, ভবন নির্মাণ নিয়ে গিয়াস উদ্দিনের সঙ্গে ছেলে ছমির উদ্দিনের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ ছেলে বৃদ্ধ পিতাকে উচু করে ধরে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। এরপর থেকে ছমির উদ্দিন পলাতক রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৮
আরএস/এসই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।