ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪শ’ যাত্রীকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪শ’ যাত্রীকে জরিমানা বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪শ’ যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা): বিনা টিকিটে ভ্রমণের দায়ে তিনটি ট্রেনের ৪শ’ জন যাত্রীকে ভাড়াসহ দেড়লাখ টাকা জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

বৃহস্পতিবার  (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ অর্থ আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

ট্রেন তিনটি হলো, রাজশাহী-ঢাকা-রাজশাহী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩-৭৫৪), খুলনা-ঢাকা-খুলনা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৩-৭৬৪) ও সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৫-৭৭৬)।

 

জরিমানা আদায় প্রসঙ্গে পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যাবস্হাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ টিকিট না কাটায় জরিমানা বাবদ ৫০ হাজার টাকা এবং ভাড়া বাবদ ১ লাখ টাকা আদায় করা হয়েছে। এখন থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৮
এসই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।