ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চা-পাতা ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে চা, দম্পতি অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
চা-পাতা ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে চা, দম্পতি অসুস্থ হাসপাতালে ভর্তি অসুস্থ একজন। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: চা-পাতা ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে চা বানিয়ে তা পান করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক দম্পতি।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে গুরুতর অসুস্থ হয়ে তারা মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন।

তারা হলেন- গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিতলা গ্রামের মসলেম উদ্দিন মন্ডল (৭৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৬৫)।

সালমা খাতুন বাংলানিউজকে বলেন, চা-পাতা আর ইঁদুর মারার বিষ পাশাপাশি ছিল। ভুল করে চা-পাতার পরিবর্তে ইঁদুর মারার বিষ দিয়ে চা বানিয়ে তা আমরা পান করি। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সজীব উদ্দিন স্বাধীন বাংলানিউজকে বলেন, এ দম্পত্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে ভর্তি করে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।