ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
নাটোরে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নাটোর: নাটোরে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে মীর সাইফুল আলম ইকতিয়ার (৫০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল নাটোর শহরের উত্তর বড়গাছা মহল্লার বাসিন্দা।

তিনি উত্তরা সুপার মার্কেটের মুন্না গার্মেন্টসের মালিক। এছাড়া ধান-চালের ব্যবসা করতেন বলেও জানা গেছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের নাটোর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ব্যবসায়ী সাইফুল রাতে তার খেজুরতলা এলাকার একটি রাইস মিল থেকে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে করে নাটোর শহরে ফিরছিলেন। পথে হাগুড়িয়া এলাকায় এলে রাস্তার পাশের একটি শিশু গাছের মরা ডাল তার মাথা ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।