ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ইইউ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ইইউ

ঢাকা: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় ইইউ প্রতিনিধিরা এমনটা আশা করেন।  

সুশাসন ও মানবাধিকার বিষয়ে ইইউ-বাংলাদেশের মধ্যে সহযোগিতা বিষয়ক এক চুক্তি সই অনুষ্ঠানে ইইউ বলছে, সব দলের অংশগ্রহণে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবে বলে আমরা আশাবাদী।

 

সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠানোর বিষয়ে কথা হয়। এ বিষয়ে  বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ