ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল জলিল (৩৮) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সালমা বেগম (৩২) নামে এক নারী আহত হয়েছেন।

জলিল লালমনিরহাটের আদিতমারি উপজেলার সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ভাটায় ইট পোড়ানোর কাজ করতেন।

 

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ইটভাটা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে ভাটবাউর এলাকায় আবদুল মালেক ব্রিকস লিমিটেডে বৈদ্যুতিকতার ছিড়ে যায়। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে জলিল ওই ভাটায় বিদ্যুতিক তারে জড়িয়ে পড়েন।
এ সময় সালমা তাঁকে উদ্ধার করতে গেলে তিনি আহত হন। এরপর দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জলিলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সালমা এখন চিকিৎসাধীন।

ইট ভাটার মালিক আবদুল মালেক বলেন, অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ায় জলিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।