ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত-পা হারালেন ব্যবসায়ী

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত-পা হারালেন ব্যবসায়ী আহত আঙ্গুর হোসেন

রংপুর: রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ও পা হারালেন আঙ্গুর হোসেন (৪৫) নামে এক মুদি ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে বদরগঞ্জ রেলওয়ে প্লাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আঙ্গুর উপজেলার শ্যামপুর পুটিমারী গ্রামের সহিদার রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি চলন্ত মেইল ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান আঙ্গুর হোসেন। এতে তার হাত কাটা পড়ে এবং ও পা থেঁতলে যায়।  

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আ. মাজেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।