ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিডিবি’র সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
পিডিবি’র সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): কোনো প্রকার নোটিশ ছাড়া পাবনার ঈশ্বরদীর জয়নগর এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ রেখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ধাওয়া, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকায় ঘণ্টাব্যাপী এ অবরোধ চলে। এসময় ব্যস্ততম এ সড়কটিতে যানযটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন বাংলানিউজকে বলেন, এলাকাবাসী, মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদের অবরোধ তুলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। স্থানীয়রা ও মিল মালিকরা তাদের দাবির কথা বলেছেন। দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।