ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুগন্ধায় বালু উত্তোলনের দায়ে ৭ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সুগন্ধায় বালু উত্তোলনের দায়ে ৭ জনের জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

তিনি জানান, সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাতটি ড্রেজারসহ সাতজনকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে ড্রেজারের মালিকরা এসে জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।