ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৮ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
নাটোরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৮ জনের কারাদণ্ড দণ্ডিত মাদকসেবী ও বিক্রেতারা। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুই মাদক বিক্রেতাকে এক বছর, একজনকে চার মাস, ছয়জনকে তিন মাস ও নয় জনকে দুইমাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডল এ দণ্ড দেন। এরআগে, সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে নাটোর রেলস্টেশন ও সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

এক বছরের সাজাপ্রাপ্তরা হলেন- মাদক বিক্রেতা শহরের চৌধুরী বড়গাছা এলাকার মফিল উদ্দিনের ছেলে মো. হাসমত আলী (২৫) ও পশ্চিম কান্দিভিটা এলাকার গোলাম মোাস্তফার ছেলে রুস্তম আলী (৫০)।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন- মাদকসেবী সদর উপজেলার একডালা গ্রামের আলমঙ্গীর (৩০), ল্যাংগুরিয়া সুগারমিল এলাকার সনু মিয়া (২৮), পশ্চিম বড়গাছা এলাকার জাকির হোসেন (৪০), হুগোলকাড়িয়া এলাকার দুলু মিয়া (৪০), উত্তর বড়গাছা এলাকার আতাউর রহমান (২৩), হাজরা এলাকার মো. রানা (৩৮), চকবৈদ্যনাথ এলাকার মো. সোহেল রানা (৩৫) ও জীবন মিয়া (৪০), বড় হরিশপুর এলাকার আব্বাস কাজী (২৮), দিঘাপতিয়া এলাকার প্রভাস জমাদার (৩৬), পশ্চিম বড়গাছা এলাকার শফিকুল ইসলাম (৪০), মল্লিকহাটির রাসেল মিয়া (২৮), কান্দিভিটা এলাকার কৃঞ্চ (১৮), মানিক মিয়া (৩৬), মো. শরিফ (২৫) ও গোপাল ওরফে বাবু (৩৫)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।