ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সপ্তাহব্যাপী ‘খুলনা ফুড ফেস্ট’ শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সপ্তাহব্যাপী ‘খুলনা ফুড ফেস্ট’ শুরু শুক্রবার খুলনা ফুড ফেস্ট

খুলনা: সাত দিনব্যাপী ‘খুলনা ফুড ফেস্ট-২০১৮’ শুরু হচ্ছে শুক্রবার (২৭ এপ্রিল)। ওই দিন সকাল সাড়ে ১০টায় মহানগরীর গ্লোকমনি পার্কে প্রধান অতিথি থেকে এ ফেস্টের উদ্বোধন করবেন খুলন-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

খুলনা ফুড ব্লগারসের আয়োজনে এ মেলায় ৩০টি স্টল থাকবে। ভোজনবিলাসীরা নানা ধরণের খাবারের স্বাদ নিতে পারবেন মেলা থেকে।

মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেফ টনি খান।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) খুলনা ফুড ব্লগারসের পরিচালক মাহফুজ-বিন-মঈন স্বপ্নীল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এই ফেস্ট এ দেশি-বিদেশি হরেক রকম খাবার নিয়ে থাকছে খুলনার রেস্টুরেন্টসহ হোম সেফরা। এই ফেস্টে প্রায় ৩০টি স্টল থাকবে। ফেস্ট শেষ হবে ৩ মে (বৃহস্পতিবার)।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ