ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাণীনগরে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
রাণীনগরে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর রাণীনগরে বজ্রপাতে মঞ্জু হোসেন (৫৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উজ্জ্বল মল্লিক (৩৫) নামে আরেক শ্রমিক।  

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার মরুপাড়া গ্রামের আবাদ পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জু নীলফামারীর ডোমার উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আহত উজ্জ্বল রাণীনগর উপজেলার চকমুনু গ্রামের আলতাব মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে আবাদ পুকুর এলাকায় মাঠে ধান কাটার কাজ করছিলেন তারাসহ কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মঞ্জুকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বলকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।