ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: সম্প্রতি ঢাকাসহ সারা দেশে দায়িত্ব পালনে পুলিশি বাঁধা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়

সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সুমন, ইত্তেফাকের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার শাহীন হাফিজ, এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ বাবু, বরিশাল মেডিকেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জিএম খালেদ, বরিশাল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকনউজ্জামান, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ প্রমুখ।
 
মানববন্ধনে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।