ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্ত্র-গুলিসহ চারঘাটে জেএমবি সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
অস্ত্র-গুলিসহ চারঘাটে জেএমবি সদস্য আটক অস্ত্র-গুলি ও জিহাদি বইসহ আটক জেএমবি সদস্য লোকমান হাকিম

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা থেকে অস্ত্র-গুলি ও জিহাদি বইসহ লোকমান হাকিম (৪৫) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার হলিদাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটককালে তার কাছ থেকে তিন রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও দু’টি জিহাদি বই জব্দ করা হয়।

লোকমান মহানগরীর বেলকুপুর থানার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক লোকমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। তার নেতৃত্বে এলাকায় জিহাদি দাওয়াত দেওয়া ছাড়াও উগ্রবাদী বই বিতরণ ও বিভিন্ন সময় দলীয় বৈঠক করে জেএমবিকে সংগঠিত করার কাজ করে আসছিলেন।

লোকমান নিজেকে টিউবয়েল মিস্ত্রি পরিচয় দিয়ে জঙ্গি কর্মকাণ্ড চালাতেন। বর্তমানে তিনি নতুন সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। তিনি মতিহারের জোকাবিলে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয় বলে র‌্যাবের কাছে স্বীকারও করেছেন।  

জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আলাদা আইনে বেলপুকুর থানায় মামলা করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।