ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনাবাহিনীর ‘লাইটনিং টুয়েল্ভ’ পেলো রেজিমেন্টাল পতাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সেনাবাহিনীর ‘লাইটনিং টুয়েল্ভ’ পেলো রেজিমেন্টাল পতাকা রেজিমেন্টাল পতাকা প্রদান

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর ‘লাইটনিং টুয়েল্ভ’কে রেজিমেন্টাল পতাকা প্রদান করলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ পতাকা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহান স্বাধীনতার উত্তরসুরি সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও খাগড়াছড়ি ডিজিএফআই’র অধিনায়ক কর্নেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকীসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।  

সেনাবাহিনীর লাইটনিং টুয়েল্ভ বর্তমানে খাগড়াছড়িতে অপারেশন উত্তরণের আওতায় বাঘাইহাট আর্মি ক্যাম্প নিয়োজিত আছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad