ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পত্নীতলায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
পত্নীতলায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দিবর ইউনিয়নের জাহাঙ্গীরাপাড়ার উত্তরামপুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- হুমায়ন (৮০), আবুল কালাম আজাদ (৩৮), আব্দুস সালাম (৩৬), আব্দুল খালেক (৩০), পিয়ারা বিবি (৬০), আব্দুর রহমান (৫৫), মাহাবুল (৩০), মামুন (২০), হুমায়ুন কবির (৩০), আব্দুল মতিন (৩০), বাবলু (২৮), লুথু (২৬), আকবর আলী (৩৪), সাইদুল (৩২) ও আলমগীর (৩৭)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরাপাড়ার হুমায়নের সঙ্গে একই পাড়ার আব্দুর রহমানের উত্তরামপুর মৌজার এক একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে আব্দুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০ জন দা, কুড়াল ও রড নিয়ে ওই জমির গাছ কাটা শুরু করলে হুমায়ন বাধা দেন। এতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়। এদের মধ্যে হুমায়ন ও পিয়ারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।