ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
রাজবাড়ীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জামাল পত্তনদার।

রাজবাড়ী: রাজবাড়ীতে ওয়ান শুটারগান ও তিনটি কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী জামাল পত্তনদারকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামাল ওই উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার হোসেন পত্তনদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূইয়া বাংলানিউজকে জানান, জামাল একজন শীর্ষ সন্ত্রাসী। তিনি ২০১৪ সালে গোয়ালন্দের দৌলতদিয়ায় আলোচিত সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও মারামারিসহ আরো পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে ২০১৬ সালে একটি অস্ত্র মামলায় তাকে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই মামলায় বর্তমানে তিনি জামিনে ছিলেন। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাহিরচর দৌলতদিয়া এলাকা থেকে ওয়ান শুটারগান ও তিনটি কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জামানের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।