ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারের হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
কাশিমপুর কারাগারের হাজতির মৃত্যু কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২ এর বন্দি মোতাহার হোসেন খান (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত মোতাহার হোসেন খান গাজীপুরের কাপাসিয়া থানার বরুন পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ খানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কারাগারের ভেতর বেলা সোয়া ১১টার দিকে মোতাহার হোসেন খান হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জেল সুপার আরও বলেন, ২০১৭ সালের ১৪ অক্টোবর তাকে এই কারাগারে পাঠানো হয়। তিনি কাপাসিয়া থানায় হত্যা মামলার আসামি ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬ ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।