ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচলে ধীরগতি

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানায়, সাপ্তাহিক ছুটি শুক্র-শনি এবং পবিত্র শবে বরাতসহ তিনটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ছুটি নিয়ে অনেক চাকরিজীবীই বাড়ি যাচ্ছেন। এ কারণে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে।

এছাড়া চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত ২৫ কিলোমিটার যানজটের কারণে এই ধীর গতি দেখা দিয়েছে।  

দুপুর ১টার দিকে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মেঘনা, দাউদকান্দি ও কাচপুর ব্রিজ এবং চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে। এতে ২৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঢাকামুখী যানবাহনগুলো ধীরগতিতে নিয়ে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮ 
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।