ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর স্থগিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর স্থগিত 

গোপালগঞ্জ: অনিবার্য কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে। 

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে টুঙ্গিপাড়ায় আসার কথা ছিল তার।  

দুপুর পৌনে ১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়া সফর স্থগিত করেছেন।

 

এর আগে জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার বিমান বাহিনীর ঘাঁটি বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রাষ্ট্রপতির রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পরে এ সময়সূচি পরিবর্তন করা হয়। সে অনুযায়ী বিকেল ৩টায় ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হয়ে ৩টা ৪০ মিনিটে তার টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছানোর কথা ছিল। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল রাষ্ট্রপতির।

ওই সময় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার কথা ছিল তিন বাহিনীর একটি চৌকস দলের। সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর বিকেল ৩টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।